শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

শ্রীপুর ঈদ সামনে রেখে সক্রিয় ছিনতাইকারী চক্র 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি   

শ্রীপুর ঈদ সামনে রেখে সক্রিয় ছিনতাইকারী চক্র 

আসন্ন ঈদ উৎসব সামনে রেখে গাজীপুরের শ্রীপুর পৌরসভার শিল্পাঞ্চল হিসেবে পরিচতি ব্যাস্ততম মাওনা চৌরাস্তায় বিভিন্ন বিপণিবিতানে জমজমাট হয়ে উঠেছে বিকিকিনি। শপিংমলগুলোতে মানুষের উপচে পড়া ভিড়।

আর এ সুযোগেই তৎপরতা শুরু করেছে অপরাধীরা। ঈদ ঘিরে পছন্দের কেনাকাটায় ক্রেতাদের সরগরম উপস্থিতির সুযোগে ছিনতাই করতে মাওনা উড়াল সেতুর নিচে ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বেড়েছে।

ব্যবসায়ীরা জানান, ছিনতাইকারীদের ধরে থানায় ফোন দিলেও পুলিশ আসতেছি বলে দুই/তিন ঘণ্টা চলে গেলেও পুলিশ আসে না। তাছাড়া, থানায় দেয়ার পর পুলিশ ব্যবসায়ীদেরকে বাদী হতে বলে। বাদী হওয়ার ঝামেলা এড়াতে তারা আটক ছিনতাইকারীদের থানায় সোপর্দ করতে আগ্রহ হারিয়ে ফেলছেন। ছিনতাইকারীদের বিরুদ্ধে মামলার বাদী হওয়ার ভয়ে তাদের আটক করলেও থানায় সোপর্দ করতে চান না ব্যবসায়ীরা।

ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়ে মোবাইল ফোন ও মূল্যবান মালামাল খুইয়েছেন মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা একাধিক ক্রেতা। ঈদ ঘিরে মাওনা এলাকায় ছিনতাইকারী চক্রের দৌরাত্ম্য বৃদ্ধিতে ক্রেতার পাশাপাশি চরম উদ্বিগ্ন হয়ে উঠেছেন ব্যবসায়ীরাও। 

স্থানীয় ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের সিকদার ফ্যাশনের মালিক ব্যবসায়ী টিটু সিকদার জানান, ঈদ সামনে রেখে মাওনা চৌরাস্তার প্রতিটি মার্কেটের দোকানগুলোতে বিকিকিনি জমজমাট হয়ে উঠেছে। এ সুযোগ কাজে লাগিয়ে বাজারে হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে একাধিক ছিনতাইকারী চক্র। চক্রের সদস্যরা বিভিন্ন মার্কেটে ক্রেতার ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে মুঠোফোন ও মূল্যবান মালামাল।

গত শুক্রবার ঈদের মার্কেট করতে আসা এক মহিলার ব্যাগ থেকে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা একজন ছিনতাইকারীকে আটক করলেও অপর ছিনতাইকারী দৌড়ে পালিয়ে যায়।

জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে উপজেলার রঙ্গীলা বাজার এলাকার তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থাকে। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলায়। তার সাথে হোসেন, আজহারুল রাকিব, মোফাজ্জল, জহিরুল ইসলাম রয়েছ। তারা ১০/১২ জনের একটি চক্র মাওনা চৌরাস্তা এলাকায় ছিনতাইয়ের সঙ্গে জড়িত রয়েছে।
 
মাওনা চৌরাস্তা বনিক সমিতির সভাপতি অ্যাডভোকেট আশরাফুল ইসলাম রতন বলেন, স্থানীয়ভাবে ব্যবসায়ীদের পক্ষ থেকে ছিনতাইকারী চক্রের হাত থেকে নিজেকে ও মূল্যবান মালামাল রক্ষার্থে মাইকিংয়ের মাধ্যমে নিয়মিত সচেতনতামূলক প্রচারণা চালালেও এখনো মার্কেটগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়নি।

শ্রীপুর থানার ওসি আবুল ফজল মো. নাসিম বলেন, ছিনতাইয়ের বিষয়টি ব্যবসায়ীরা আমাকে অবগত করেনি। আপনার (সাংবাদিক) মাধ্যমে আমি এইমাত্র বিষয়টি জানতে পারলাম। আজ থেকেই গুরুত্বপূর্ণ বাজারে টহল জোরদার করে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। 

টিএইচ